ভিসতা এসেছে টিকে থাকতে, যাবে বহুদূর
- আপডেট সময় : ০৮:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩ ৫৬০ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ :
মার্কেটে টিকে থাকতেই ভিসতা এসেছে বলে মন্তব্য করেছেন কোম্পানিটির চেয়ারম্যান শামসুল আলম। তিনি বলেন, ‘অনেকেই ভেবেছিল, বেশিদিন টিকবে না ভিসতা। তাদের বলবো মার্কেটে টিকে থাকতেই ভিসতা এসেছে, বহুদূর যাবে।’ শনিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় গুলশান-১-এ জব্বার টাওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত ‘পার্টনার্স মিট-২০২৩’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কোয়ালিটি পণ্যে ভিসতাই মার্কেট সেরা হবে। ইলেকট্রনিক্স কোম্পানিটি মার্কেটে নতুন আসলেও কোয়ালিটিতে ছাড় দিচ্ছে না।’
ক্রেতাদের সুখবর দিয়ে তিনি বলেন, ‘চলতি বছরেই আরও বড় পরিসরে মার্কেটে আসছে ভিসতা। নতুন নতুন পণ্য এ বছরই আসছে। সঙ্গে ক্রেতাদের সুলভমূল্যে ভালো পণ্যের নিশ্চয়তা দেওয়া হবে।’
ভিসতা পরিচালক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘কোয়ালিটি বিবেচনায় ভিসতা’ই হবে বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড। ইলেকট্রনিক্স পণ্যের বাজারে কোয়ালিটি পণ্য কিনতে চাইলে চোখ বন্ধ করে ভিসতার প্রতি আস্থা রাখা যায়। নিম্নমানের পণ্যের সঙ্গে আপস করবে না ভিসতা।’
এসময় কোম্পানিটির পরিচালক উদয় হাকিম বলেন, ‘প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে ভিসতা এখন দেশের ক্রেতাদের প্রিয় ব্র্যান্ড। আশা করছি, এভাবে চলতে থাকলে কয়েক বছরেই ভিসতা দেশের ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে অনেকেই প্রযুক্তিপণ্য তৈরি করেন। কিন্তু মানসম্পন্ন পণ্যের অভাব রয়েছে। অনেকেই বেশি মুনাফার লোভে নিম্নমানের ইলেক্ট্রনিক্স পণ্য সরবরাহ করছে। এতে করে ভোগান্তি পোহাতে হয় ক্রেতাদের। বাহারি বিজ্ঞাপনে ওইসব নিম্নমানের পণ্য কিনে পরে ঠিকমতো সার্ভিস পান না ক্রেতারা। এ অবস্থায় ক্রেতাদের ভোগান্তি কমাতে টেকসই এবং উচ্চমানের পণ্য দিয়ে বাজারে প্রাধান্য বিস্তার করতে চায় ভিসতা।’
উদয় হাকিম বলেন, ‘ভিসতা শব্দের অর্থ সফলতার সিঁড়ি। ক্রেতা, উৎপাদনকারী এবং সর্বোপরি দেশ যাতে লাভবান হয় সেই লক্ষ্যে উচ্চমানের পণ্যই ভিসতার প্রথম অঙ্গীকার।’
এসময় বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ ও পরিচালক ইঞ্জিনিয়ার মঈনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সারাদেশ থেকে আসা ভিসতার ডিলার, পরিবেশকরা।