ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক বাস ডাকাতি গ্রুপের ০৫ জন ডাকাত গ্রেফতার।
- আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ
ঢাকা জেলার পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবিব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আরাফাত হোসেন এর একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার ধামরাই ও ডিএমপির রায়েরবাগ এবং কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানার মামলা নং-৩০,তাং-১৩/০৭/২২খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড বাস ডাকাতি মামলার আসামী ১। হাফিজুল শেখ (৩৮), পিতা-মৃত জবেদ আলী শেখ, মাতা-পাখি বেগম, গ্রাম-গুনপালদি, উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, ২। শফিকুল ইসলাম(29), পিতা-তনু মিয়া, মাতা-ফিরোজা বেগম,গ্রাম- ভিটি পরমেশ্বদী, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ, ৩। আমির হোসেন (30), পিতা-মৃত আঃ ওহাব মাতা-আমেনা বেগম, গ্রাম- কেলিয়া, উপজেলা/থানা- ধামরাই, জেলা -ঢাকা, ৪। জাকির হোসেন রাজা (34), পিতা-হাসেন আলী মাতা-জয়গুন, গ্রাম- শাশন, উপজেলা/থানা- ধামরাই, জেলা -ঢাকা, ৫। আনোয়ার হোসেন (47), পিতা-মৃত নুরুল হক, মাতা-ভানু বেগম, গ্রাম- ডাহিরপাড়া, উপজেলা/থানা- টংগীবাড়ী, জেলা–মুন্সিগঞ্জদের ২৩/০২/২০২৩ ইং তারিখ রাত ০৩.৩৫ ঘটিকায় গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং ডাকাতির ঘটনায় আরো কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।