সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০২:১১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ১৫৮ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক :
দেশব্যাপী বিএনপি জামাত শিবিরের সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্যের বিরুদ্ধে গাইবান্ধায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১১ মার্চ শনিবার বিকেলে গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনা চত্বরে একটি শান্তি সমাবেশ পালন করেন।উক্ত সমাবেশ বাংলাদেশে আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল এর সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এছাড়াও বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।