সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য বিক্রয়

- আপডেট সময় : ০৬:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
সাভারের বনগাঁয় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। ১৯ই এপ্রিল বুধবার সকালে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদে সরকারের ভর্তুকি মূল্যের এই পণ্য বিক্রয় করা হয়। এসময় মাসিক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ডধারী প্রায় ২৪শত নিম্ন আয়ের পরিবারের মাঝে এই সকল পণ্য বিক্রয় করেন। উল্লেখ্য সরকারের ভর্তুকি মূল্যের এই সকল পণ্য পরিবারের কার্ডধারী একজন ভোক্তা ৪২০ টাকায় সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ক্রয় করতে পারবেন। বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্টনায়ক জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি) এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর সার্বিক সহযোগিতায় ভর্তুকি মূল্যের এই সকল পণ্য সঠিক ভাবে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাতেন, মেহেদী হাসান মদিন, খবির উদ্দিন সহ আরো অনেকে।