ক্ষুধা মুক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০১:২২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন:
অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষুধা মুক্তি ফাউন্ডেশন।
বৃহস্পতিবার বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০০ জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, লাচ্ছা,নুডুস ইত্যাদি।
ঈদ সামগ্রী বিতরণকালে সরাপপুর গ্রামের কৃতি সন্তান লুসিনাস ইনস্টিটিউট এর পরিচালক, এছাড়া ক্ষুধা মুক্তি ফাউন্ডেশন এর অন্যতম সদস্য, তানভীর আহমেদ সহ ক্ষুধা মুক্তি ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। এই সময় ক্ষুধা মুক্তি ফাউন্ডেশনের অন্যতম সদস্য তানভীর আহমেদ বলেন যে , আমার ক্ষুধা মুক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।
এদিকে ঈদ সামগ্রী অসহায় পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।