বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার শাহ্ আব্দুল হামিদ জাতির হৃদয়ে বেঁচে থাকবেন কাল থেকে কালান্তরে

- আপডেট সময় : ০৯:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
শাকির হায়দার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ, গাইবান্ধার কৃতি সন্তান শাহ্ আব্দুল হামিদ এঁর ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থা আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: রবিউল হাসান। আলোচনা সভার শুরুতে শাহ্ আব্দুল হামিদ এঁর স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শাহ্ আব্দুল হামিদ মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহবায়ক গোলাম মারুফ মনার সঞ্চালনায় জীবনী পাঠ করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রশীদ সরকার, রাগিব হাসান চৌধুরী হাবুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য মমতাজুর রহমান বাবু, রেজাউন্নবী রাজু, বেনজীর আহমেদ, মাসুদুল হক মাসুদ, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ শামীম কবির, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাকির হায়দার, জেলা যুবলীগের সভাপতি সরদার সাইদ হাসান লোটন, শহর যবলীগের আহবায়ক আবু বক্কর কাজল, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, সাদুল্যাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আলম প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।