ঢাকা ১৯- (সাভার আশুলিয়া) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিনের গণসংযোগ
- আপডেট সময় : ০৬:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন, সাভার-
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় প্রচারণা চালিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা- ১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন। গতকাল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বেশ কয়েকটি বাজার ও বাসস্ট্যান্ডে এ প্রচারণা চালান তিনি। এ সময় বর্তমান সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। পথচারী, বিভিন্ন দোকান, পোশাক শ্রমিক ও এলাকা বাসীর মধ্যে বিতরণ করা হয় এসব লিফলেট। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা করে তিনি এ সময় বক্তব্য প্রদান করেন। ফারুক হাসান তুহিন বলেন, ঢাকা -১৯ সাভার- আশুলিয়া আসনে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার আকুল আবেদন তৃণমূলের সমর্থনের পরিপ্রেক্ষিতে যেন এই আসনটিতে মনোনয়ন দেয়া হয়। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। এ সময় তার সাথে সাভার ও আশুলিয়া থানা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।