উন্নয়নের রূপকার রুহুল আমিন মন্ডল
- আপডেট সময় : ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে
আশুলিয়া প্রতিনিধি
উন্নয়নের রূপকার রুহুল আমিন মন্ডল,কথা দিলে কথা রাখেন, উন্নয়ন ও সমাজ সেবায় অদম্য জনপ্রতিনিধি, মোঃ রুহুল আমিন মন্ডল । আধুনিক ও স্বচ্ছ নগরী বিনির্মাণের লক্ষ্যে তাঁর নিত্য নতুন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম দেখে দিন শুরু হয় ৮নং ওয়ার্ডবাসীর । স্থানীয়রা জানান এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ শতভাগ নাগরিক সমস্যা সমাধানে অনন্য, আশুলিয়া ইউনিয়ন আ, লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং প্যানেল চেয়ারম্যান এবং ৮ নং ওয়ার্ড মেম্বার, শুভজন মোঃ রুহুল আমিন মন্ডল।
উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকালে পাড়াগ্রামের গ্রামীণ টাওয়ার ঘেঁষে যাওয়া আঞ্চলিক সড়কটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে আরসিসি ঢালায়েই পাকাকরণ কাজের উদ্বোধন করেন জননন্দিত জনপ্রতিনিধি মোঃ রুহুল আমিন মন্ডল।
সড়কটির তলদেশ দিয়ে সোয়ারেজ ড্রেন স্থাপনের পর এবার পাকাকরণ কাজের উদ্বোধন করায় রুহুল আমিন মন্ডল এর প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এলাকাবাসী।
সমাজসেবায় পরীক্ষিত জনপ্রতিনিধি রুহুল আমিন মন্ডল বলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন মাদবর এর দিকনির্দেশনয় ৮নং ওয়ার্ডকে স্বচ্ছ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আরো বলেন বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। চলমান বৈশ্বিক সংকটেও বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন । কিছুদিন আগের অসম্ভব পদ্মা, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ আমাদের চোখের সামনে বাস্তব দৃশ্যমান। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।