মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইউসুফ আলী চুন্নু

- আপডেট সময় : ০১:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি:
একটি অনলাইন ফেসবুক আইডি থেকে ইউসুফ আলী চুন্নুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন সাভার পৌর -সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ইউসুফ আলী চুন্নু। তিনি জানান,গত মঙ্গলবার একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট পোস্ট করা হয়।যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে ইউসুফ আলী চুন্নু বলেন, অনলাইনে একটি ফেক অ্যাকাউন্ট থেকে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একদল কুচক্রী মহল বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। যেগুলোর সাথে তিনি কখনোই জড়িত নন বা ছিলেন না।তিনি আরো বলেন, কুচক্রী মহল তাকে ফাঁসানোর জন্যে তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র চালাচ্ছে।তাদের মূল উদ্দেশ্য হলো, আমাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করা। তিনি বলেন, আমি এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তাদেরকে স্মরণ করাতে চাই, পরবর্তীতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালালে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।