চেয়ারম্যান সমরের সুস্থতা কামনায় সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ৬ অক্টোবর মসজিদে জুম্মার নামাজে তার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক
সাভার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর আপন সহদর চেয়ারম্যান ফখরুল আলম সমরের সুস্থতা কামনায়, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল এর দিকনির্দেশনায়
সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন আহমেদ রানা মসজিদে উপস্থিত সকল মুসল্লী ও দেশবাসীর কাছে তার রাজনৈতিক অভিভাবক সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের আপন ছোট ভাই ব্যাংককে চিকিৎসাধীন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চান এবং তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসেন তার জন্য উপস্থিত সকলকে তার সুস্থতা ও রোগমুক্তিতে আল্লাহর কাছে দোয়া চাওয়ার আহ্বান জানান। এদিন সাভার সদর ইউনিয়নের কয়েকটি মসজিদেই সুজন আহমেদ রানার উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান শিশির, সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্র লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রনি, সাভার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ ইসলাম।