খুলনার কয়রায় বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধি-
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী বাজারে মেসার্স মিজান বেকারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে মিজান বেকারীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মিজান বেকারীর মালিক মোঃ মিজানুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় বেকারী বন্ধ করে কর্মচারিরা। বেকারীতে ২ জন কর্মচারি রাতে থাকে। হাঠাৎ তারা দোকানের ভিতর আগুন দেখে চিৎকার শুরু করে। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী সহ আশপাশের লোকজন ছুটে আসে। এবং ৯৯৯ লাইনে ফোন করে কয়রা ফায়ার সার্ভিসকে জানানো হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এর ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এসময় বেকারির মধ্যে থাকা বিভিন্ন পন্য সামগ্রী মালামাল আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুস সালাম বলেন, ৯৯৯ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের ২ টা ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। বেকারীর চুলার থেকে আগুনের সূএপাত হয়। বেকারীতে আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।