সাভারে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুলের মোটর শোভাযাত্রা

- আপডেট সময় : ০৬:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
সাভারে ঢাকা-১৯ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মোটর শোভাযাত্রা করেছে। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পরে মোটর শোভাযাত্রাটি বলিয়ারপুর বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দনপার্ক এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপে করে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। সেই সাথে পিকাআপ গুলোতে বাদকদল সহ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত ব্যানার সুসজ্জিত করা হয়। পরে উপস্থিত সবার জন্য গণভোজের আয়োজন করা হয়।
এসময় সাইফুল ইসলাম বলেন, আজকের মোটর শোভাযাত্রায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে। আমার জীবন এতো বড় শোভাযাত্রা এরআগে দেখি নাই। এতেই বোঝা যায় মানুষ আমাকে ভালোবােস। তাই আমি মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো আপনি তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাই করে যাকে মনোনয়ন দিলে বিজয়ী হবে তার হাতে নৌকা তুলে দিবেন।
এসময় মোটর শোভযাত্রায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ, ঢাকা জেলা পরিষদের সদস্য এনামুল হক মুন্সী প্রমুখ।