ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) তৃণমূলের পছন্দ ফারুক হাসান তুহিন
- আপডেট সময় : ০৭:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন –
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচার প্রচারনা চালাচ্ছে সারা দেশের মনোনয়ন প্রার্থীরা। এ তালিকায় পিছিয়ে নেই সাভার আশুলিয়ার মনোনয়ন প্রত্যাশীরা।তৃণমূলের সমর্থন পাওয়ার চেষ্টায় ইতোমধ্যে গণসংযোগ করছেন মনোনয়ন প্রত্যাশীরা। বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানা সভাপতি ফারুক হাসান তুহিন ইতোমধ্যে বেশ কয়েকটি গণসংযোগ করে সকলের তাক লাগিয়ে দিয়েছেন। তার পথসভা কিংবা গণসংযোগে হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুহিনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ছাত্রলীগ, যুবলীগ এবং বর্তমানে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত।এর পূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে অত্যন্ত দক্ষতার সাথে। আওয়ামী লীগের দুর্দিনে তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে রাজপথে রক্তে রঞ্জিত হয়েছেন। দলের প্রতিটি মিছিল মিটিং জনসভায় তার উপস্থিতি ছিল লক্ষণীয়। তৃণমূলের কর্মীদের নিয়ে তিনি দলীয় সকল কার্যক্রমে অংশ নেন। খোঁজ নিয়ে জানা যায়, তৃণমূলের সাথে অত্যান্ত সুশীল সম্পর্কের কারণেই তিনি তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে বিবেচিত।আগামী নির্বাচনে ফারুক হাসান তুহিনকে ঢাকা -১৯ সাভার- আশুলিয়ার আওয়ামী লীগের মনোনয়ন দিলে এই অঞ্চলের ব্যাপক উন্নতি সাধন হবে বলে মনে করেন তৃণমূলসহ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা।