ঢাকা-১৯ আসনে সাইফুল ইসলাম জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন – মেম্বার শফি উদ্দিন
- আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ৬৭ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন –
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচার প্রচারনা চালাচ্ছে সারা দেশের মনোনয়ন প্রার্থীরা। এ তালিকায় পিছিয়ে নেই সাভার আশুলিয়ার মনোনয়ন প্রত্যাশীরা। বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম ইতোমধ্যে বেশ কয়েকটি গণসংযোগ করে সকলের তাক লাগিয়ে দিয়েছেন । তার পথসভা কিংবা গণসংযোগে হাজার হাজার নেতা কর্মী উপস্থিতি লক্ষনীয়। ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফি উদ্দিন বলেন,ঢাকা-১৯ আসনে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে সাইফুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে এই অঞ্চলের ব্যাপক উন্নতি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জনমত যাচাই করে সাইফুল ইসলামকে ঢাকা-১৯ সাভার আশুলিয়ার কান্ডারী হিসেবে মনোনয়ন প্রদান করুন এই প্রত্যাশা করি।