বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হরতাল বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। পৌর শাখার সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বিএনপি- ডাকা হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিলটি অনুষ্ঠিত হয়।রোববার (২৯ অক্টোবর) দুপুরে সাভার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে নজরুল ইসলাম বলেন, বিএনপি-সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও হরতালের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল করছি। বিএনপির জ্বালাওপোড়াও কর্মসূচি বিরুদ্ধে আমাদের অবস্থান। বিএনপি জ্বালাও পোড়াও কর্মসূচি, আগুন সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। গতকাল সমাবেশ থেকে তারা পুলিশ সদস্যকে হত্যা করেছে। গণমাধ্যমকর্মীরা ও তাদের এই সংঘর্ষ থেকে রক্ষা পায়নি।আমাদের আজকের বিক্ষোভ মিছিলের একটাই উদ্দেশ্য, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।সেই সাথে বিএনপির ডাকা হরতালের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের এই জঘন্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।