বিএনপি ডাকা হরতালের প্রতিবাদে আশুলিয়া থানা আওয়ামী লীগের রাজপথে অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ০১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ-
বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল হরতালের দিনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের নেতৃত্বে বাইপাইল এলাকায় তারা এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে উপস্থিত ছিলেন।আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, বিএনপি ডাকা অবৈধ হরতাল এবং জ্বালা পোড়াও কর্মসূচির কারণে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে অবস্থান করছি। কোন ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড আমরা প্রশ্রয় দেবনা। তিনি আরো বলেন, গত ২৮ শে অক্টোবর বিএনপি ঢাকায় অনেক অগ্নি সন্ত্রাস করেছে। অনেক গাড়ি পুড়িয়েছে।পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে। আজও যাতে হরতালের দিনে তারা এই জ্বালা পোড়াও করতে না পারে সেজন্যে আমরা সচেতন রয়েছি। এ ধরনের কোন কর্মকাণ্ড করলে আমরা কঠোর হস্তে দমন করতে। এসময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুছা, আশুলিয়া থানা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ভূঁইয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।