সাভারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধিঃ সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে (উফশী) জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক /কিষাণীদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ অক্টোবর সকালে সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শারমিন সুলতানা। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান)ঢাকা এর কৃষিবিদ নাজিয়াত আহমেদ,সমবায় অফিসার রুহুল আমিন, সমাজসেবা অফিসার শিবলীজ্জামান সহ আরও অনেকে।।মোট ১৫৩০ জনের মধ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রত্যেক কৃষক ডিএপি সার -১০কেজি ও এমওপি সার -১০ কেজি,সরিষার বিজ-০১ কেজি,ডিএপি -১০ কেজি,এমওপি -১০ কেজি,ডিএপি-২০ কেজি,এমওপি -১০ কেজি,মসুর বিজ-০৫ কেজি,ডিএপি-১০ কেজি,এমওপি-০৫ কেজি ও খেঁসারি বীজ ০৮ কেজি,ডিএপি-১০ কেজি,এমওপি -০৫ কেজি করে বিতরণ করা হয়।