স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুলের পদত্যাগ
- আপডেট সময় : ১২:৫৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ-
পদত্যাগ করেছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।ব্যক্তিগত কারণ দেখিয়ে সাইফুল ইসলাম পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন তিনি। আজ বুধবার (৮ নভেম্বর)সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান সাইফুল ইসলামের পদত্যাগের পর স্বর্ণিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৮ নং ওয়ার্ডের মেম্বার হারুন-অর-রশিদ।
উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ আসন, সাভার ও আশুলিয়া এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সাইফুল ইসলাম। তারই অংশ হিসেবে এই পদত্যাগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে স্বর্নিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, পদত্যাগ পত্র জমা দেয়ার পর থেকেই আমি সাবেক চেয়ারম্যান হয়ে গেছি। এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হারুন-অর-রশিদ। কি কারণে পদত্যাগ করেছেন প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে-এ প্রশ্নে জবাবে তিনি বলেন, হ্যাঁ। আমি জনগণের জন্যই রাজনীতি করি। সাভারের জনগণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী হিসেবে আমাকে দেখতে চায়। তাদের প্রত্যাশা পূরণেই আমি দলের মনোনয়ন চাইবো।