একজন জনবান্ধব ইউপি সচিব খুরশিদ আলম সাগর
![](https://sandhanitv.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১১:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৮৭ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ –
আশুলিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব খুরশিদ আলম সাগর একজন জনবান্ধব ও কর্মঠ কর্মকর্তা। সদা হাস্যোজ্জ্বল ও উচ্চ শিক্ষিত এই ইউপি সচিব যোগদানের পর থেকেই ইউনিয়ন পরিষদটির সেবার মান বৃদ্ধি পেয়েছে। তার অক্লান্ত পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনায় ইউনিয়নের বাসিন্দারা সঠিক সময়ে যথোপযুক্ত সেবা পাচ্ছেন। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদপত্র থেকে শুরু করে সার্বিক কার্যক্রম তিনি অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন। মূলত প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালিত হয় একজন সচিবের মাধ্যমে। সে দিক থেকে বিবেচনা করলে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ প্রশংসা অর্জন করে সংশ্লিষ্ট সচিবের কর্মদক্ষতায় । আশুলিয়া ইউনিয়ন পরিষদও ঠিক তেমনি ইউপি সচিব খুরশিদ আলমের কর্মদক্ষতা ও সঠিক পদক্ষেপে জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছে।যার গুণে ইউনিয়ন পরিষদটি ইতোমধ্যে সাভার আশুলিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার। এখানে সেবা গ্রহণ করতে আসা চারাবাগের আমেনা বেগম (৬০) জানান, তিনি এখানে এসেছিলেন তার নাতির জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে। তিনি খুশি হয়ে বলেন, আমরা মূর্খ মানুষ। এসব ব্যাপারে কিছুই বুঝিনা। কিন্তু সচিব স্যার হাসিমুখে এই কাজটি করে দিয়েছেন। অন্যান্য সেবা গ্রহীতাও করলেন সচিবের ভূয়সী প্রশংসা। পরিষদে কর্মরত একাধিক গ্রাম পুলিশের সাথে কথা বলে জানা যায়, তাদের সুখ দুঃখের সাথী ইউপি সচিব সাগর।যেকোনো প্রয়োজনে সকল প্রকার সহযোগিতা তারা পাচ্ছেন সচিব সাহেবের কাছ থেকে। তারা সচিবের জন্য দোয়াও করলেন প্রাণখুলে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বারগণও সচিবের দক্ষতার গুণে মুগ্ধ। এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরও সচিব খুরশিদ আলম সাগরকে ভরসা করেন সার্বিক কার্যক্রমে। মূলত,ইউনিয়ন পরিষদের অফিস ব্যবস্থাপনার যাবতীয় কাজ পরিচালনা করেন সচিব। তিনি ইউনিয়ন পরিষদের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে বাজেট তৈরি থেকে শুরু করে পরিকল্পনা প্রণয়ন পর্যন্ত অনেক রকম দ্বায়িত্ব পালন করে থাকেন। এসব বিষয়ে নিঃসন্দেহে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা আশুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান সচিব খুরশিদ আলম সাগর।