হ্যাটট্রিক করতে যাচ্ছেন ডা.এনামুর রহমান – নজরুল ইসলাম

- আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদন –
ঢাকা-১৯ সাভার আশুলিয়ায় হ্যাটট্রিক করতে যাচ্ছেন ডা. এনামুর রহমান। দুই একদিনের মধ্যে সারাদেশের ন্যায় ঢাকা -১৯ আসনেও আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা হবে। আবারো এই আসনে ডা.এনামুর রহমানের উপরেই ভরসা রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি মনে করেন বাংলাদেশ হকার্স লীগ সাভার পৌর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য ব্যক্তি হিসেবে ইতোমধ্যে দুইবারের মনোনীত এমপি এবং বর্তমানে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পুনরায় ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রদান করবেন ইনশাল্লাহ। সে হিসেবে তিনি হ্যাক-টিক করবেন এই আসনে। সাভার আশুলিয়ার গণমানুষের নেতা ডা. এনামুর রহমানকেই তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা পুনরায় এই আসনের এমপি হিসেবে দেখতে চায়। সাভার আশুলিয়ার উন্নয়নে ডা. এনামুর রহমানের বিকল্প নেই বলেও তিনি জানান। তিনি আরো বলেন, আমার বিশ্বাস মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রাকৃতিক দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনায় যে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এবং সাভার আশুলিয়ায় যে উন্নয়ন করেছেন তারই প্রতিদান হিসেবে আবারো মনোনয়ন পাবেন তিনি।