ইউপি সচিব মোঃ মোজাম্মেল হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় উন্নয়নের শীর্ষে বনগাঁও ইউনিয়ন পরিষদ

- আপডেট সময় : ১২:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন:
সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মোজাম্মেল হোসেনের অক্লান্ত পরিশ্রমে উন্নয়নের শীর্ষে প্রবেশের গৌরব অর্জন করেছে পরিষদটি। তিনি সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের সকল কাজে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। জন্ম মৃত্যু নিবন্ধন সহ ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল কাজ অতি দ্রুত সময়ে সম্পন্ন করছেন তিনি। বনগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়নের তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রতিনিয়ত। তার কাছ থেকে সেবা পেয়ে ওই ইউনিয়ন পরিষদের নাগরিকগণ খুবই খুশি। এখানে সেবা নিতে আসা আয়েশা বেগম (৬০) বলেন, সচিব স্যার আমাদেরকে অত্যন্ত একনিষ্ঠ ভাবেসেবা প্রদান করে থাকেন। আমরা তার কাছে এসে যথাযথ সেবা পেয়ে থাকি। খোঁজ নিয়ে জানা যায়, তার অধীনে কর্মরত গ্রাম পুলিশ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ইউপি সচিব মোঃ মোজাম্মেল হোসেনের
জন্য গর্বিত। কথা বলে জানা যায়, তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেন ইউপি সচিব। কারো কোন অসুবিধা হলে তিনি তাৎক্ষণিক সেটি সমাধানের ব্যবস্থা করে দেন। এলাকায় মানুষের সাথেও রয়েছে তার অত্যন্ত সুসম্পর্ক। তিনি সদা হাস্যেজ্জল মানুষ হিসেবে ওই ইউনিয়নে ব্যাপক পরিচিত।