তৃতীয়বারের মতো নৌকা পেলেন ডা. এনাম
- আপডেট সময় : ০৬:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ–
ঢাকা -১৯ সাভার -আশুলিয়ায় তৃতীয়বারের মতো নৌকা পেলেন ডা. মোহাম্মদ এনামুর রহমান। ২০১৪ এবং ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক পেয়ে সাভার আশুলিয়ায় এমপি নির্বাচিত হন। ১৮ সালে এমপি নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। এবার তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো দলীয় মনোনয়ন পেলেন। তৃতীয়বারের মতো নৌকা প্রতীক পেয়ে নির্বাচন করতে যাওয়া ডা. এনামুর রহমানের নেতাকর্মীরা অনেক উজ্জীবিত। তাদের ধারণা, গত দুইবারের মতো এবারও ডা. এনামুর রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন। এখনো বিএনপি এবং জামাত নির্বাচনে না আসায় জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র কোন প্রার্থী অথবা অন্য কোন পার্টির প্রার্থী নির্বাচন করলে সেক্ষেত্রে কি হতে পারে সেটাই দেখার বিষয়।