ঢাকা -১৯ আসনে তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থী ঘোষণা দেয়ার পরে সাভারে আনন্দ উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন:
সাভার -আশুলিয়া নিয়ে ঢাকা -১৯ সংসদীয় আসন গঠিত।এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান এর বিপক্ষে সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা দিয়েছেন।এ উপলক্ষে গতকাল (২৭ নভেম্বর)সাভারে গেন্ডা বাসস্ট্যান্ডের সামনে সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইউসুফ আলী চুন্নুর উদ্যেগে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলের মাঝে ইউসুফ আলী চুন্নু বলেন, সাভার- আশুলিয়ার তালুকদার তৌহিদ জং মুরাদের বিকল্প নেই।
তিনি আরো বলেন,তালুকদার তৌহিদ জং মুরাদ এমপি থাকা অবস্থায় এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন এজন্য আগামী নির্বাচনে তালুকদার তৌহিদ জং মুরাদকে আমরা সকলেই সম্মিলিতভাবে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ।এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।