ঢাকা -১৯ আসনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা মুহাম্মদ সাইফুল ইসলামের

- আপডেট সময় : ১২:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
মোঃ কামরুল হাসান :
সাভার -আশুলিয়া নিয়ে গঠিত ঢাকা -১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়া পল্লীবিদ্যুৎ আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে তিনি এই ঘোষণা দেন।
সভায় আলোচনা রাখতে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন , আমি দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়ে ছিলাম। আমার নেত্রী বর্তমান এমপিকে নমিনেশন দিয়েছেন আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তেমনি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে সকলের জন্য উন্মুক্ত করেছেন, সে কারণেই নেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান করেই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। তিনি আরো বলেন, আমি চাই আমার এলাকার মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে। আমার নেত্রীর প্রদেয় বাজেট যাতে সুষম ভাবে প্রতিটি এলাকায় পৌঁছে যায় সে জন্যই আমি নির্বাচনে অংশ নেব।
এ সময় পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভুঁইয়াসহ আওয়ামীলীগের নেতাকর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।