সাভারে ৭৯৯৬ হেক্টর আবাদি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- আপডেট সময় : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে এবছর সর্বমোট ৭৯৯৬ হেক্টর আবাদি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ইতোমধ্যে ৪০৩ হেক্টর জমি বীজতলার জন্য প্রস্তুত রয়েছে।সাভার উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ ইশরাত জাহান জানান, আপাতত উফশী জাতের বোরো ধানের জন্য ৩৭৩ হেক্টর, হাইব্রিড জাতের জন্য জন্য ১৩ হেক্টর এবং স্থানীয় জাতের জন্য ১৭ হেক্টর জমি বীজতলার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরো জানান, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে বীজতলায় প্রস্তুত চারাগুলো রোপনের উপযুক্ত হয়। তবে হাইব্রিড দ্রুত বর্ধনশীল জাত হওয়ায় ,সেটি মাত্র ২০ থেকে ২৫ দিনেই রোপনের উপযুক্ত হয়ে ওঠে। তিনি আরো জানান,
হাইব্রিড ১হেঃ বীজতলার চারা দিয়ে ২৫ হেঃ, উফশী ১হেঃ বীজতলার চারা দিয়ে ২০হেঃ, স্থানীয় ১হেঃ বীজতলার চারা দিয়ে ১৫ হেঃ জমি আবাদ করা যায়। এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে রোপন প্রক্রিয়া শুরু হবে। তাছাড়া অন্যান্য কৃষি পণ্য ঘরে উঠলে সম্পূর্ণরূপে বোরো চাষের প্রক্রিয়া শুরু করা হবে বলে তিনি জানান। এ ব্যাপারে সাভার উপজেলা কৃষি অফিস যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।