সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত,আহত ২
- আপডেট সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দুই জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকো সাড়ে ৯ টারর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাইয়ের থানা স্ট্যান্ড ও সাভার হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় ধামরাইয়ে ২ জন ও সাভার হাইওয়ে থানার সামনে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত মো. রুবেল পারভেজ, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মো.আব্দুল মান্নান। অপর জন হলেন বি.বাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (১৭)। আহত একজন হলেন বি.বাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিল। তবে অপর আহতের কোন তথ্য পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিন জন। এসময় সেলফি পরিবহনের দুই বাস রেষারেষি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে পথচারী তিনজনকেই চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই পারভেজ ও মান্নান মারা যায়। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা ঢাকাপোস্টকে বলেন, আমাদের হাসপাতালে দুইজনকে আনা হয়েছিল। একজনের বয়স ৪০ আরেকজনের ৪২। এদের মধ্যে একজন মারা গেছেন। অপরজনকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপর দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিচ্ছিলেন পিতা খলিল ও ছেলে ইসমাইল। এসময় আরিচাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ছেলে ইসমাইল। খালেক গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সাভারের এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে খলিল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছে তার চিকিৎসা চলমান রয়েছে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের একটি বাস রেখে পালিয়ে গেছে এর চালক ও সহযোগী। বাসটি জব্দ করা হয়েছে। একই সাথে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।