উপজেলার নির্বাহী কর্মকর্তার বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার
![](https://sandhanitv.com/wp-content/uploads/2023/12/IMG-20231209-WA0005.jpg)
- আপডেট সময় : ১১:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৯৫ বার পড়া হয়েছে
সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার। সাভার উপজেলা কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদার তত্ত্বাবধানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভারের অত্যন্ত কর্মঠ এবং সৎ নিষ্ঠাবান নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ায় সাভারের সর্বস্তরের মানুষের মাঝে দুঃখ বিরাজ করছে। এর ব্যতিক্রম নয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুখে-দুখে সকল সময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছিলেন বিদায়ী নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।