সংবাদ শিরোনাম ::
শনিবার এশিয়া কাপে প্রথম ম্যাচ বাংলাদেশের

খেলাধুলা ডেস্ক:
- আপডেট সময় : ১২:২৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২০৩ বার পড়া হয়েছে
শনিবার এশিয়া কাপে প্রথম ম্যাচ বাংলাদেশের।
সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর মাঠে গড়িয়েছে আজই (শুক্রবার)। প্রথম দিন ভারত আফগানিস্তানকে এবং পাকিস্তান হারিয়েছে নেপালকে। দুই দলের জয়ই ৭ উইকেটের।
বাংলাদেশ তাদের মিশন শুরু করবে আগামীকাল শনিবার। প্রথম ম্যাচে যুবা টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুবাই আইসিসি একাডেমিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারটায়।
দুই দল এর আগে দুইবার মুখোমুখি হয়েছে। দুইবারই বাংলাদেশ জিতেছে হেসেখেলে। ২০১৯ সালে জিতেছিল ৬ উইকেটে, ২০২২ সালে যুবা টাইগাররা আরব আমিরাতকে হারিয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
এই ম্যাচেও তাই পরিষ্কার ফেবারিট বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ জাপান ও শ্রীলঙ্কা।