উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার এর আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ২১৯ বার পড়া হয়েছে
১২ ডিসেম্বর জাতীয় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা চেয়ারম্যান, সাভার ঢাকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় ভিটামিন এ” এর অভাবজনিত লক্ষণ এবং প্রতিকার নিয়ে বিস্তর আলোচনা করা হয়। ডা. সায়েমুল হুদা বলেন, মানব দেহের জন্য ভিটামিন এ” অত্যন্ত জরুরি। ভিটামিন এ” এর অভাবে রাতকানা সহ নানান ধরনের জটিল রোগের সৃষ্টি হতে পারে। এজন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি যাতে প্রত্যেকটি শিশু এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আসে। সাভার উপজেলায় ২৯০ টি কেন্দ্র আছে, ইউনিয়ন রয়েছে ১২ টি। প্রত্যেকটা কেন্দ্র এবং ইউনিয়নে আমাদের পর্যাপ্ত মানুষ কাজ করছে। গার্মেন্টস সেক্টরে কর্মরত মায়েদের শিশুদের জন্য গার্মেন্টসের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেখানেই এ প্লাস ক্যাম্পেইনের ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটি স্কুলের বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোন শিশু যেন বাদ না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। ধামসোনা ইউনিয়ন যেহেতু ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে থাকবে অতিরিক্ত সেবাকর্মীর ব্যবস্থা। তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ পরামর্শের মাধ্যমে আমরা পর্যাপ্ত কর্মসূচি গ্রহণ করেছি। ১২ ডিসেম্বর জাতীয় এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে তিনি গণমাধ্যম সহ সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজবাহ উদ্দিন,ইউএফপিও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার, নাজমুশ শিহাব উপজেলা শিক্ষা কর্মকর্তা, নাছিমা খানম ক্লিনিক ম্যানেজার,মমতাজ মহল, এইচ আই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোঃ ওমর ফারুক মডেল থানা জামে মসজিদের ইমাম প্রমূখ।