আজ থেকে শুরু হয়েছে শাহ্ সোলেমান ফতেহ্গাজী বাগদাদী (রহঃ) এর ওরস
- আপডেট সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৬৮৯ বার পড়া হয়েছে
হযরত শাহ্ সোলেমান ফতেহ্ গাজী (রহঃ) এর ওরস মোবারক আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চলবে শনিবার রাত ১২টা পর্যন্ত । ১৬ ডিসেম্বর শনিবার রাত ১২টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে এ ওরস সম্পন্ন হবে। সরকারিভাবে ৩ দিন ব্যাপী উক্ত ওরস এবং মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রায় সপ্তাহদিন ব্যাপী ওরস এবং মেলা হয়ে থাকে। এ-উপলক্ষে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ওয়াপদা-ফতেহ্পুরে অবস্থিত উক্ত অলির মাজার প্রাঙ্গণে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আর ওরসকে কেন্দ্র করে মাজারের চার দিকে বসছে মেলা। প্রতি বছর ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর উক্ত ওরস- মেলা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, ইরাকের বাগদাদ শরিফ থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ফতেহ্গাজী বাগদাদী রহঃ তরফ যুদ্ধে বিজয়ের পর তরফ বিজয়ী ফাতেমী হিসাবে গাজী উপাধি পেয়ে এই এলাকায় আসেন। আর ফতেহ গাজী রহঃ এর নেতৃত্বে উল্লেখিত এলাকাসহ বিভিন্ন গ্রাম-এলাকায় ইসলাম ধর্ম প্রতিষ্ঠা লাভ করে।