হার্ট অ্যাটাকে স্বামীর মৃত্যুর চার ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রীও!

- আপডেট সময় : ০৩:৩৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে নুরুল ইসলাম (৬৫) নামের এক কৃষক হার্ট অ্যাটাকের মৃত্যুর চার ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রীও।
ঘটনার বিবরণে জানাযায়,পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে তিন সন্তানের জনক নুরুল ইসলাম (৬৫) নামের এক কৃষক অসুস্থজনিত (হার্ট অ্যাটাক) কারণে নিজ বসতবাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর চার ঘন্টা পর তার অসুস্থ স্ত্রী জোসনা বেগম (৫০) ও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়রা আরো জানায়, রাতে খাবার শেষে নুরুল ইসলাম সুস্থ স্বাভাবিক অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং সকাল আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর চার ঘন্টার ব্যাবধানে তা স্ত্রী ও মৃত্যু হয়।
একইদিনে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান তিনি ওই দম্পতির জানাযার নামাজে অংশগ্রহণ করেছেন।