সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ইউপি সচিবগণের শুভেচ্ছা ও মতবিনিময়
- আপডেট সময় : ০২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
সাভার উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ এর সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন উপজেলায় কর্মরত সকল ইউনিয়ন পরিষদের সচিবগণ।গত বৃহস্পতিবার দুপুরের দিকে সচিবগণ উপজেলায় উপস্থিত হলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তাদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।এসময় সচিবগণ নির্বাহী অফিসার কে ফুল দিয়ে বরণ করেন।সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ তাদের কে আশ্বস্ত করে বলেন,সচিবদের সকল কাজের সহযোগিতা করবেন তিনি এবং সর্বদা পাশে রয়েছেন বলে জানান। ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ইউনিয়ন পরিষদ সচিবদের পদমর্যাদা এবং কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত মানুষের সেবা প্রদান করার জন্য ইউনিয়ন পরিষদ সচিবদের গুরুত্ব প্রশংসনীয়। সচিবগণ সাধারণ মানুষের সাথে মিশে,তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে সেবামূলক কাজ প্রদান করে মানবসেবায় ব্যাপক ভূমিকা রাখে।এ সময় উপস্থিত ছিলেন,সাভার সদর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহসীন মিয়া, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব চাঁন মিয়া, আশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব খুরশিদ আলম সাগর, আমিনবাজার ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আফজাল হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শরীফুজ্জামান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হালিম, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম,কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ করিম ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হক, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল হাসান।