সাভারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের গনসংযোগ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম গতকাল সন্ধ্যায় সাভারের ৭ নং ওয়ার্ডে গনসংযোগ করেন। তিনি ট্রাক প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণসংযোগ কালে তিনি বলেন, আমি ধামসোনার চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি। এছাড়া মহামারী করোনা ভাইরাসের সময় আমার ব্যাক্তিগত উদ্যোগে প্রায় ১৭ হাজার পরিবারের পাশে ছিলাম। আমি সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনার সময় একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলাম যার ভাড়া ছিল প্রতি মাসে ১ লক্ষ টাকা। যেটি আমি পরিশোধ করতাম।
তিনি আরো বলেন,আমাকে নিয়ে অনেকেই অনেক বিভ্রান্তিমূলক কথা বলছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এ ধরনের বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না। তারা জনপ্রিয়তায় না পেরে নানান রকমের ফন্দি ফিকির করছে। আমার কাছে গোপন সংবাদ আছে নৌকা প্রতীকের সমর্থকরা তাদের নিজেদের দুইটি কেন্দ্র ভাঙচুর অথবা অগ্নি সংযোগ করে আমার ট্রাক মার্কার উপর সেই দোষ চাপিয়ে দেবে। এ ব্যাপারে তিনি সাংবাদিক সহ সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই গণসংযোগে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সাইফুল ইসলামকে বিজয়ী করতে ট্র্যাক মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগ শেষে সকলের জন্য খিচুড়ি বিতরণ করা হয়।