মুরাদ জং এর জনসভায় বারবার ঈগলের মহড়া রহস্য কি?

- আপডেট সময় : ১২:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে
আগামী ৭ ই জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দীর্ঘ ১০ বছর পর ঢাকা ১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তালুকদার তৌহিদ জং মুরাদ।১৮ ডিসেম্বর ঈগল মার্কার প্রতীক পেয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ীতে নিজ পারিবারিক কবরস্থানে তালুকদার তৌহিদ জং মুরাদের পিতা, মরহুম আনোয়ার জং এর কবর জিয়ারত করতে আসেন।মুরাদ জং নিজ পিতার কবর জিয়ারত শেষে, আনোয়ার জং স্কুল মাঠে হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়, সেদিনই হঠাৎ দেখা গেল সমাবেশের উপরে আকাশে ঈগল পাখি ঘোরাফেরা করছে। আকাশে ঈগল পাখি উড়তে দেখে নেতাকর্মীরা ঈগল ঈগল বলে চিৎকার করছেন। পরের দিন ১৯ শে ডিসেম্বর সাভার শিমুলতলাতে তালুকদার তৌহিদ জং মুরাদের নিজ বাড়ি উদ্বোধন করতে এসে উপস্থিত লক্ষ লক্ষ নেতাকর্মীর সামনে বক্তব্য দেয়ার সময় সে দিন আরও একবার উড়ন্ত ঈগল পাখির মহড়া দেখেছেন উপস্থিত নেতাকর্মীরা। ২২ শে ডিসেম্বর চারাবাগ এলাকায় হোসেন মাস্টার এর নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের সামনে বক্তব্য দেওয়ার সময় সেদিনও আরো একবার ঈগল পাখি আকাশে উড়তে দেখা গেছে দুটি। এ সময় তালুকদার তৌহিদ জং মুরাদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সেই প্রথম থেকে বারবার আমার জনসভায় খোলা আকাশে ঈগল পাখি উঠতে দেখা গেছে এর রহস্যটা কি? আবার প্রতিউত্তরে তিনি নিজেই বলেন মহান আল্লাহপাক রাব্বুল আলামিন হয়তো আমার এই ঈগল মার্কাকে কবুল করে নিয়েছেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আল্লাহ যদি সহায় হোন বিজয়ের শেষ হাসিটা আপনাদের নিয়ে আমরাই হাসবো। তালুকদার তৌহিদ জং মুরাত তিনি তার প্রতিটি বক্তব্যে শেষে বলে থাকেন, আইয়ো,আইয়ো। তালুকদার তৌহিদ জং মুরাদ এ-ও বলেন আমি শুধু একজন মুরাদ না,আপনাদের দিকে তাকালে মনে হয় আপনারা সকলেই মুরাদ জং, আপনারা আমার নির্বাচনটা কইরা দেন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, সুখে দুখে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব, আপনারা দোয়া কইরেন আমার বাবা সারা জীবন আপনাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ কইরা দিয়াগেছে, আমিও যেন সুখে-দুখে আপনাদের পাশে থাকতে পারি, আপনারা আমার নির্বাচনটা কইরা দেন, আগামী ৭ তারিখে আপনারা আমার ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।মুরাদ জং এ-ও বলেন এই ঈগল মার্কা আপনাদের মার্কা। তিনি বলেন আমি নৌকার সন্তান, আমার বাবা মরহুম আনোয়ার জং নৌকার এমপি ছিলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আপনারাই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তাই আমি আপনাদের কাছে আমার ঈগলের পক্ষে ভোট চাই ভোটটা আমার ঈগলে দিয়েন । তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে কিন্তু প্রথম বিজয়ের মালাটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গলায় দিমু
, অতএব আমি আওয়ামী পরিবারের সন্তান মনে রাখবেন।