উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান হাজী মোঃ মোশাররফ খান
- আপডেট সময় : ০৯:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ-
সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হাজী মোঃ মোশাররফ খান নির্বাচন করবেন বলে জানা গেছে।হাজী মোঃ মোশাররফ খান ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশে
অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ছাত্রলীগ-যুবলীগ হয়ে এখন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার দায়িত্ব পালন করে আসছেন। নিজ এলাকার উন্নয়ন, সমাজ সেবা, ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে উপজেলা জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজ্বস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে। এদিকে উপজেলার ভোটারদের বেশিরভাগ তরুণ। এবার তরুণ প্রজন্ম তাদের প্রতিনিধি হিসেবে সৎ, সাহসী ও কর্মী বান্ধব তরুণ নেতৃত্ব হাজী মোঃ মোশাররফ খানকে বেঁছে নিয়েছেন।
হাজী মোঃ মোশাররফ খান বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি নির্বাচিত হলে শিক্ষা বিস্তার, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, সকলের সমঅধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করবেন।