সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে
মোঃ সাইফুল্লাহ–
সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬৫ তম ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ শে জানুয়ারি বুধবার সকাল ১০ টা থেকে স্কুলের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম মানিক মোল্লা, প্যানেল মেয়র সাভার পৌরসভা। পৌর ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন সার্বিক অনুষ্ঠানের তত্ত্বাবধান করেন। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রফিকুজ্জামান অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি বৃন্দদের ক্রেস দিয়ে বরণ করে নেন। এ সময় সাংসদ সাইফুল ইসলাম বলেন, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় আমি পাশে থাকব ইনশাল্লাহ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও পিকনিকে যেতে চাইলে অন্যদের সহযোগিতা সাথে নিয়ে তাৎক্ষণিক সেটির যাবতীয় ব্যয়ভার গ্রহণ করার দায়িত্ব নেন সাংসদ সাইফুল ইসলাম। বিদ্যালয়ের নতুন ভবন করে দেয়ার আশ্বাস প্রদান করেন তিনি। প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা।