পালপাড়া মন্দির পরিদর্শন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা
- আপডেট সময় : ০২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা।সম্প্রীতি, সৌহার্দ্য আর উদ্দীপনা নিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মের প্রতিটি ঘরে বইছে আনন্দের জোয়ার। বাংলাদেশের সর্বত্র স্থাপিত হয়েছে পূজা মন্ডপ। ঢাকার প্রাণকেন্দ্র সাভারেও এর ব্যতিক্রম নয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা এই সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করতে আজ বৃহস্পতিবার সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিয়ে পালপাড়া মন্দির পরিদর্শন করেন। একই সাথে তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম দিবারাত্রি ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। সুতরাং স্বাস্থ্যচিন্তা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা রইল না। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে বয়ে নিয়ে আসুক সুখ-সমৃদ্ধি আনন্দ এবং সৌহার্দ্য। একই সাথে তিনি শারদীয় দুর্গাপূজার সাফল্য কামনা করেন।