ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী সরকারের পতনের পরেও- ধরাছোঁয়ার বাইরে জসিম বাহিনী মূল হোতা জসিম সাভারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাভারে ডেভিল হান্ট অভিযানে কুটি মোল্লাসহ গ্রেফতার ১৩ জনগনের সেবক হিসেবে কাজ করে যেতে চাই -ওবায়দুর রহমান অভি সাভারে মাদক বিরোধী “ডে- নাইট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ১৭ দিনেও পরিচয় মেলেনি চিকিৎসাধীন অবস্থায় থাকা কিশোরের। সাভারে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও গাইবান্ধায় সাঁওতাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল। একজন পরিশ্রমী জনবান্ধব ইউপি সচিব আব্দুল হালিম সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গড়তে চাই: রাশেদুল ইসলাম রাসেল

গত ৫ ই আগষ্ট রাত ৮ টার সময়  মনির হোসেন আঠিয়া নামমে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে

বিশেষ প্রতিনিধি (লক্ষ্মীপুর)
  • আপডেট সময় : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
sandhanitv অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ ই আগষ্ট রাত ৮ টার সময়  মনির হোসেন আঠিয়া নামমে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তারই বাড়ির( ১) খুনি নাসির আঠিয়া(২) খুনি জসিম আঠিয়া (৩) খুনি কামাল আঠিয়া সহ তাদের পেছনে শক্তি হিসেবে কাজ করছেন  মোহাম্মদ  আলী আঠিয়া সিঙ্গাপুর প্রবাসী ।খুনিদের নাম উল্লেখ করে   কেঁদে কেঁদে নিহত মনির আঠিয়ার স্ত্রী  তাসলিমা বেগম বলছেন  আমার স্বামীকে  হত্যা করেছে আজ প্রয়  তিন মাসের কাছাকাছি পুলিশ এখনো খুনিদের গ্রেফতার করতে পারেনি, আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। তবে কি নতুন বাংলাদেশে আমার স্বামীর হত্যার বিচার পাব না? নিহত মনির আঠিয়ার স্ত্রী তাসলিমা বেগম আরও বলেন  আমার স্বামীর নিথর দেহ তিন দিন ধরে পড়ে ছিল  হাসপাতালের লাশ কাটার ঘরে।

নিহত মনির আঠিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার (১ নম্বর ওয়ার্ড)
সোনাপুর গ্রামের মৃত আমিন উল্লাহ আঠিয়ার ছেলে।

এর-আগে,সোমবার (৫ আগস্ট) রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মনির হোসেন আঠিয়াকে রামগঞ্জ উপজেলা সোনাপুর পালের বাড়ির সামনে  নৃশংসভাবে কুপিয়ে যখন  করে তার প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষু অবস্থায় রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

নিহত মনির আঠিয়ার ভাগ্নি জান্নাতুল ফেরদৌস  বলেন, তার মামা একজন ভালো মানুষ ছিলেন। অভিযুক্তরা এলাকার চিহ্নিত খারাপ মানুষ। তারা অন্যায়ভাবে তার মামাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।  কি কারণে পুলিশ এখন পর্যন্ত আসামিদের ধরতে পারেনি তা আমাদের জানা নেই,  আমরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নিহত মনির আঠিয়ার মেয়ে মাহমুদা খানম বর্ষা সাংবাদিকদের জানান, গত ৫ ই আগষ্ট  রাতে  সোনাপুর বাজার বড়  মসজিদ থেকে এশার নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন তার বাবা মনির আঠিয়া। ওই সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তখন মনির আঠিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে এলাকার লোকজন বলেন  খুনিরা  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে এবং মানুষের জমি দখল খুন খারাপি  এসব করে থাকতেন।তাদের নামে থানায় নানান অভিযোগ থাকলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে  পার পেয়ে যেত বলে  এলাকায় বাসির দাবি। খুনিদের ফাঁসি দাবিতে এলাকাবাসীর সম্মিলিত মানববন্ধন হয়েছে এবং এলাকাবাসী  বলেন খুনিদেরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গত ৫ ই আগষ্ট রাত ৮ টার সময়  মনির হোসেন আঠিয়া নামমে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে

আপডেট সময় : ০১:২৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ ই আগষ্ট রাত ৮ টার সময়  মনির হোসেন আঠিয়া নামমে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তারই বাড়ির( ১) খুনি নাসির আঠিয়া(২) খুনি জসিম আঠিয়া (৩) খুনি কামাল আঠিয়া সহ তাদের পেছনে শক্তি হিসেবে কাজ করছেন  মোহাম্মদ  আলী আঠিয়া সিঙ্গাপুর প্রবাসী ।খুনিদের নাম উল্লেখ করে   কেঁদে কেঁদে নিহত মনির আঠিয়ার স্ত্রী  তাসলিমা বেগম বলছেন  আমার স্বামীকে  হত্যা করেছে আজ প্রয়  তিন মাসের কাছাকাছি পুলিশ এখনো খুনিদের গ্রেফতার করতে পারেনি, আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক। তবে কি নতুন বাংলাদেশে আমার স্বামীর হত্যার বিচার পাব না? নিহত মনির আঠিয়ার স্ত্রী তাসলিমা বেগম আরও বলেন  আমার স্বামীর নিথর দেহ তিন দিন ধরে পড়ে ছিল  হাসপাতালের লাশ কাটার ঘরে।

নিহত মনির আঠিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার (১ নম্বর ওয়ার্ড)
সোনাপুর গ্রামের মৃত আমিন উল্লাহ আঠিয়ার ছেলে।

এর-আগে,সোমবার (৫ আগস্ট) রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মনির হোসেন আঠিয়াকে রামগঞ্জ উপজেলা সোনাপুর পালের বাড়ির সামনে  নৃশংসভাবে কুপিয়ে যখন  করে তার প্রতিপক্ষের লোকজন। মুমূর্ষু অবস্থায় রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

নিহত মনির আঠিয়ার ভাগ্নি জান্নাতুল ফেরদৌস  বলেন, তার মামা একজন ভালো মানুষ ছিলেন। অভিযুক্তরা এলাকার চিহ্নিত খারাপ মানুষ। তারা অন্যায়ভাবে তার মামাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।  কি কারণে পুলিশ এখন পর্যন্ত আসামিদের ধরতে পারেনি তা আমাদের জানা নেই,  আমরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
নিহত মনির আঠিয়ার মেয়ে মাহমুদা খানম বর্ষা সাংবাদিকদের জানান, গত ৫ ই আগষ্ট  রাতে  সোনাপুর বাজার বড়  মসজিদ থেকে এশার নামাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন তার বাবা মনির আঠিয়া। ওই সময় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তখন মনির আঠিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে এলাকার লোকজন বলেন  খুনিরা  আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দীর্ঘদিন ধরে এলাকাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে এবং মানুষের জমি দখল খুন খারাপি  এসব করে থাকতেন।তাদের নামে থানায় নানান অভিযোগ থাকলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে  পার পেয়ে যেত বলে  এলাকায় বাসির দাবি। খুনিদের ফাঁসি দাবিতে এলাকাবাসীর সম্মিলিত মানববন্ধন হয়েছে এবং এলাকাবাসী  বলেন খুনিদেরকে ধরিয়ে দিতে পারলে উপযুক্ত পুরস্কৃত করা হবে।