সাভারে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার,বিচার চেয়ে থানার সামনে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:১২:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মিথ্যা অপপ্রচারের বিচারের দাবিতে সাভার মডেল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হেমায়েতপুরের সাধারণ মানুষেরা।
১৮ নভেম্বর সোমবার বিকেলে প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ গ্রহণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, আওয়ামী লীগের দোসর কিছু ব্যাক্তি মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মুরাদের নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমরা এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের মানববন্ধনে অংশ গ্রহণ করেছি। মুরাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে, রোকসানা নামে এক নারী বিক্ষোভকারী বলেন, কিছু মানুষ মিথ্যা ষড়যন্ত্র করছে মুরাদ ভাইয়ের সম্মান নষ্ট করার জন্য। তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে কান্না জড়িত কন্ঠে মুরাদ বলেন, কতিপয় ব্যক্তি দুটি মেয়েকে ভাড়া করে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।
আমি সাধারণ মানুষের পাশে থেকে সব সময় তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে থাকতে চাই। কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে এর পূর্বেও নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে। আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে নানা ধরনের মিথ্যা অপপ্রচার ও হয়রানির শিকার হয়েছি।তারা আমার ও আমার পরিবারের নামে নানা ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিক্ষোভ ও মানববন্ধনে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন