সংবাদ শিরোনাম ::
সাভারে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
সাভার উপজেলা প্রতিনিধি-
- আপডেট সময় : ০৩:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে সাভার উপজেলা পরিষদের সামনে বিভিন্ন এলাকায় থেকে আগত অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন।এ সময়
ইউএনও আবুবকর সরকার বলেন,আজ আমরা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।