সাভারে ডেভিল হান্ট অভিযানে কুটি মোল্লাসহ গ্রেফতার ১৩

- আপডেট সময় : ০৯:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীবের ছোট মামা ও সাবেক নিষিদ্ধ ঘোষিত ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান কুটি মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহীনুল কবীর সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি জানান, কুটি মোল্লাসহ সাভারে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুটি মোল্লা সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীবের আপন মামা। তিনি বিগত সরকারের সময় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। এছাড়াও গ্রেফতার হওয়া ১৩ জনের মধ্যে আটজনের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি ও হামলা করার সাথে জড়িত থাকার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বিগত সরকারের সময় এবং বর্তমানে বিভিন্ন অপকর্ম ও অস্থিতিশীল করার অভিযোগ থাকায় গ্রেফতার করা হয়।