সংবাদ শিরোনাম ::
দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন গফুর মিয়া

মোঃ সাগর হোসেনঃ
- আপডেট সময় : ০৩:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব গফুর মিয়া।এক সাক্ষাৎকারে গফুর মিয়া বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক, কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়। রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ কাজ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।