সাভারে নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
সাভারে ঝাউচরে নাইট ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ শুক্রবার সন্ধ্যায় জাগ্রত যুব সংঘের আয়োজনে বশির আহম্মেদ এর সভাপতিত্বে এবং মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদল নেতা এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওন।এ সময় উপস্থিত সকলের মধ্যে ইয়ার মোঃ ইয়াছিন সরকার শাওন বলেন, বর্তমানে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।মাদক, সন্ত্রাস,জুয়াসহ বিভিন্ন অপকর্মে যুবসমাজ জড়িয়ে পড়ছে। এজন্য যুবসমাজকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই খেলাধুলা প্রতি বেশি গুরুত্ব বাড়াতে হবে। কারণ খেলাধুলায় পারে মাদক সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে। তিনি আরো বলেন, আমি আগামী নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি আমি তেঁতুলঝোড়া ইউনিয়নকে একটি স্মাট ইউনিয়নে রুপান্তরিত করব। এবং আমি খেলাধুলায় প্রতি সর্বোচ্চ প্রাধান্য দিবো এবং সেই সাথে তিনি জাগ্রত যুব সংঘের এই প্রশংসনীয় আয়োজনকে স্বাগত জানান। এ সময় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, মোঃ আশরাফুল রহমান মনির,হাজী মোঃ আমির হোসেন,জমির হোসেনসহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।