সাভারে সুলভ মূল্যের খাদ্যসামগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে ডাল, ডিম, মুড়ি,ছোলা, লবন, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকালে সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যােগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় খাদ্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হাসান বিল্টু।এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাহাদুর, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাভার পৌর ৯নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জামাল হাওলাদার,সাভার পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ হাফিজ মোল্লা সহ প্রমুখ।
এ সময় ক্রেতা নজরুল ইসলাম জানান, পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয় করা হলে ভোক্তারা অর্থনৈতিক সাশ্রয়সহ ভেজালমুক্ত পণ্যসামগ্রী পাবে। রমজান মাসে প্রতিদিনই এই বিক্রয় কেন্দ্র পরিচালনা করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান তিনি।