সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- আপডেট সময় : ১২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা বিএনপির ২নং ওয়ার্ড আলোচনা সভার আয়োজন করে। গত শুক্রবার ২২ নভেম্বর বিকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন সরকার। বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌরসভা বিএনপির সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু।২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিল মোঃ আবুল হোসেন আবু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করে। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দিন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুর গফুর মিয়া, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।