1. aponi955@gmail.com : Apon Islam : Apon Islam
  2. mdarifpress@gmail.com : Nure Alam Siddky Arif : Nure Alam Siddky Arif
  3. hasanchy52@gmail.com : hasanchy :
  4. sandhanitv@gmail.com : Kamrul Hasan : Kamrul Hasan
  5. glorius01716@gmail.com : Md Mizanur Rahman : Md Mizanur Rahman
  6. mrshasanchy@gmail.com : Riha Chy : Riha Chy
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৪ অপরাহ্ন

স্বপ্নে মেয়েদের দেখলে কী ফল হতে পারে?

  • প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ২৩৪ বার দেখা হয়েছে

ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটি স্বাভাবিক বিষয়। কখনো মধুর, কখনো ভয়ঙ্কর হয় সে স্বপ্ন। তবে স্বপ্নের আসল ব্যাখ্যা সবাই করতে পারে না। স্বপ্নে কোন নারীকে কীভাবে দেখলে ভাগ্যে কী আছে তা জেনে নিতে পারেন আজ।

১. স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়া দেখলে দাম্পত্য সম্পর্ক দিন দিন গভীর ও মধুর হতে পারে। এছাড়া আপনারা সন্তান জন্ম দিতে পারেন।

২. কোন নারীকে স্টেজে বা স্টুডিওতে নাচতে দেখলে অদূর ভবিষ্যতে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে।

৩. কোন নারীকে সাদা পোশাক পরা অবস্থায় দেখলে পেশাগত জীবনে উঁচু অবস্থায় উপনীত হবেন। সেটা চাকরি বা ব্যবসা, যা-ই হোক না কেন।

৪. নিজের স্ত্রী ছাড়া অন্য নারী আপনাকে আকর্ষণ করলে বা হাসতে হাসতে এগিয়ে আসলে কিছু দিনের মধ্যে বিপদ হতে পারে। যেমন- আপনার কঠোর পরিশ্রমে অর্জিত কোনও সম্মান বা পৈত্রিক সম্পত্তি হাতছাড়া হতে পারে।

৫. বিয়ের কনেকে কাঁদতে দেখলে অচিরেই আপনার সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্কের লোকদের কোন বিবাদ হতে পারে।

৬. কোন নারীকে হাত নেড়ে বিদায় জানালে বা সেই নারীও আপনাকে বিদায় জানালে অচিরেই আপনি অসুস্থ হতে পারেন।

৭. গভীর ঘুমে কোন পরী দেখলে অদূর ভবিষ্যতে দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে।

৮. কোন নারীকে অলঙ্কার উপহার দিলে বা কোন নারী আপনার দেওয়া অলঙ্কার নাড়াচাড়া করলে খুব শিগগিরই কোন দাম্পত্য সমস্যার জন্য ঝামেলায় পড়তে পারেন।

৯. কয়েকজন নারীকে দাবা, পাশা বা লুডু খেলতে দেখলে কিছু দিনের মধ্যে ধনী হয়ে যেতে পারেন। উপার্জনের মাধ্যমে প্রচুর অর্থ আয় হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
© All rights reserved © Sandhani TV
Theme Design by Hasan Chowdhury