1. aponi955@gmail.com : Apon Islam : Apon Islam
  2. mdarifpress@gmail.com : Nure Alam Siddky Arif : Nure Alam Siddky Arif
  3. hasanchy52@gmail.com : hasanchy :
  4. sandhanitv@gmail.com : Kamrul Hasan : Kamrul Hasan
  5. glorius01716@gmail.com : Md Mizanur Rahman : Md Mizanur Rahman
  6. mrshasanchy@gmail.com : Riha Chy : Riha Chy
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

সিপিডির আয়ের উৎস নিয়ে প্রশ্ন অর্থমন্ত্রীর

  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ১৩৭ বার দেখা হয়েছে

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর আয়ের উৎস জানতে চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘তারা কোথা থেকে আয় সংগ্রহ করে তা জানতে হবে।’ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি সব সময় নিজেদের লাইনে চলে। কিন্তু আমি যে দেশের জনগণের নুন খাই সে দেশের গুণ গাই।’

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারেরও গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলো সরকারের আয় দিয়ে পরিচালিত হয়। কিন্তু সিপিডি পরিচালিত হয় কীভাবে? তাদের আয়ের উৎস কী? তারা এ পর্যন্ত কত জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন?’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন এখন প্রমাণিত। কারণ গত ১০ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি এর বড় প্রমাণ। জিডিপি অর্জনে কোনও ম্যাজিক নেই।’

সিপিডির উদ্দেশে তিনি বলেন, ‘দেশের ঋণাত্মক সূচকগুলো না প্রকাশ করে বিশ্ব পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে তুলনা করুন।’

রফতানি সামান্য কমেছে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘এ সময় শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই রফতানি কমেছে। তবে আগামী ৫ বছরের মধ্যে রফতানি বাড়বে। বাংলাদেশের অর্থনীতির চেহারাও বদলে যাবে।’

মন্ত্রী বলেন, ‘সিপিডি শুধু নেতিবাচক সূচকগুলো নিয়েই কথা বলে। আমি তাদের বলবো, সমস্যা নিয়ে কথা না বলে সমাধানের বিষয়ে যেন তারা পরামর্শ দেয়।’

তবে সিপিডি কিছু ভালো কথাও বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই সিপিডি এমন বিষয়ে তথ্য সরবরাহ করুক, যেসব তথ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং বিভিন্ন গবেষণার কাজে লাগবে।’

শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
© All rights reserved © Sandhani TV
Theme Design by Hasan Chowdhury