1. aponi955@gmail.com : Apon Islam : Apon Islam
  2. mdarifpress@gmail.com : Nure Alam Siddky Arif : Nure Alam Siddky Arif
  3. hasanchy52@gmail.com : hasanchy :
  4. sandhanitv@gmail.com : Kamrul Hasan : Kamrul Hasan
  5. glorius01716@gmail.com : Md Mizanur Rahman : Md Mizanur Rahman
  6. mrshasanchy@gmail.com : Riha Chy : Riha Chy
রবিবার, ২৫ অক্টোবর ২০২০, ০৫:৩১ অপরাহ্ন

বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষে ফের উত্তাল হংকং

  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ২৮৬ বার দেখা হয়েছে

হংকংয়ে ফের পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনের উৎসবের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে হংকংয়ের বিভিন্ন অঞ্চলে।  এএফপি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ দিন হংকংয়ের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বিভিন্ন শপিং সেন্টারের সামনে জড়ো হয়ে ছোট আকারে ফ্ল্যাশমবের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের সঙ্গে তখন পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, পিপার স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন।

জানা গেছে, সাদা পোশাকের পুলিশ আন্দোলনকারীদের ভিড়ে মিশে থেকে কয়েকজনকে প্রতিবাদস্থল থেকে আটক করেছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে হংকংয়ের বেইজিংপন্থি প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। তবে এ জন্য বিক্ষোভকারীদের দায়ী করেছেন তিনি। এক ফেসবুক বার্তায় তিনি আন্দোলনকারীদের লাগামহীন ও স্বার্থপর দাঙ্গাবাজ বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
© All rights reserved © Sandhani TV
Theme Design by Hasan Chowdhury