রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)। র্যাব-৪ জানায়, উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৩৪ কেজি। দাম প্রায় ১৮ কোটি টাকা। কষ্টিপাথরের মূর্তি ছাড়াও দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করেছে র্যাব