মোঃ মিজানুর রহমান
ভোলা
ভোলা জেলার মাদক বিরোধি অভিযানে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে মাসিক কল্যাণ সভায় জানুয়ারী মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে আসাদুজ্জান খানকে নির্বাচিত করলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং তারই পুরষ্কার হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন তার হাতে। যাতে ভোলা জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ ধরনের মাদক বিরোধী অভিযানে উদ্ভুদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করে। ভোলা জেলার যুব সমাজকে রক্ষা করতে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে ডিবির ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আসাদুজ্জামান খান ভোলা জেলার বিভিন্ন থানায় যে ধারাহিক সফল অভিযান পরিচালানা করে আসছেন তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) দেবজিত পাল, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলাসহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।